চাঁদপুরের ডাকাতিয়ায় ট্রলারডুবিতে ৫ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৫:২২ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
- / ১৬২১ বার পড়া হয়েছে
চাঁদপুরের ডাকাতিয়ায় ট্রলারডুবিতে ৫ জন নিহত হয়েছে। বালুবাহী বাল্কহেড ট্রলারকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
সদর উপজেলার বাগাদী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মুন্সিবাড়ির সামনে দুর্ঘটনা ঘটে সকাল সাড়ে ৬টার দিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, রামপুর চর থেকে ফরিদ মাঝির মাটি বাহী ট্রলার মৈশাদীর ব্রিকফিল্ডের উদ্দেশে ছেড়ে আসে। এসময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী বাল্কহেড এমভি ইকবাল ধাক্কা দিলে ডুবে যায় ওই ট্রলারটি। ট্রলারে থাকা ১১ জন মাটি কাটা শ্রমিকের মধ্যে ঘটনাস্থলে ৪ জন নিহত হন। বাকী একজন হাসপাতালে নেয়ার সময় মারা যান। একজন এখনো নিখোঁজ আছেন। নৌ পুলিশ উদ্ধার কাজ করছে।























