চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জসহ বিভিন্ন বাজারে অবাধে চলছে প্লাস্টিক বস্তার ব্যবহার
- আপডেট সময় : ০৯:৪৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
দেশের অন্যতম পাইকারী বাজার চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জসহ বিভিন্ন বাজারে অবাধে চলছে প্লাস্টিক বস্তার ব্যবহার। সরকারী নিষেধাজ্ঞা যেন কোন কাজেই আসছেনা। এতে হুমকির মুখে পড়ছে পরিবেশ। পরিবেশ অধিদপ্তরের অভিযান দেখা যায় মাঝেমধ্যে। ব্যবসায়ীরা বলছেন, পণ্যের মোকাম এবং রপ্তানীকারক দেশগুলোতেও প্লাস্টিক বস্তার ব্যবহার বন্ধ করা প্রয়োজন।
এটি দেশের অন্যতম পাইকারী বাজার চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জের গুদামের ছবি। থরে থরে সাজানো প্লাস্টিকের বস্তা ভরা চাল, ডাল, ময়দা, চিনিসহ বিভিন্ন পণ্য। প্লাস্টিকের বস্তার অবাধ ব্যবহারে প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে পরিবেশ। সেইসঙ্গে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পাটের তৈরী বস্তার ব্যবসায়ীসহ প্রান্তিক পাট চাষিরা।
প্লাস্টিক বস্তা ব্যবহারে একবছর কারাদন্ড অথবা ৫০ হাজার টাকা অর্থদন্ডের বিধান রয়েছে ২০১০ এর ১৪ ধারায়। তবে পাইকাররা বলছেন, প্লাস্টিক বস্তার ব্যবহার বন্ধে শুধু বাজার তদারকিই যথেষ্ট নয়।
নগরীর বাজারগুলোতে কালেভদ্রে পরিবেশ অধিদপ্তরের অভিযান দেখা যায় । অভিযানের পাশাপাশি মানুষের সচেতনতা বাড়ানো প্রয়োজন বলে জানায় পরিবেশ অধিদপ্তর।
পাটের বহুমুখী ব্যবহার ও পরিবেশ সংরক্ষণে ১৯টি পণ্যে পাটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক করেছিলো সরকার।
























