চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এভিয়েশন ফরওয়ার্ড বেস এর উদ্বোধন

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১২:২৯ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এভিয়েশন ফরওয়ার্ড বেস এর উদ্বোধন করেছেন সেনা প্রধান এসএম শফিউদ্দিন। এসময় সেনাবাহিনীর বহরে ২টি বেল ৪৭০ জিএক্স আই হেলিকপ্টারকে অন্তর্ভুক্তিও করেন তিনি।
এসময় তিনি বলেন, আধুনিক সেনাবাহিনীর সাথে সামঞ্জস্য রেখে আর্মি এভিয়েশনে সংযোজিত হয়েছে আধুনিক হেলিকপ্টার ও সামরিক বিমান। যুক্তরাষ্ট্রে তৈরী অত্যাধুনিক প্রযুক্তির এ দুটি হেলিকপ্টার নবীন বৈমানিকদের প্রশিক্ষণে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবে। এছাড়া বিমান হতে অনুসন্ধান ও পর্যবেক্ষণ এবং স্কাউট হেলিকপ্টার হিসেবে এসব হেলিকপ্টার ব্যবহার করবে সেনাবাহিনী। এসময় অন্যান্যের মধ্যে আর্মি এভিয়েশনের গ্রুফ কমান্ডার মেজর জেনারেল আলমগীর হোসেন বক্তব্য রাখেন। বিমান ও নৌ বাহিনীর উর্ধতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।