চট্টগ্রামে আলাদা অভিযানে ২৩ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
- / ১৬২৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামের হাটহাজারী ও কর্ণফূলী এলাকায় আলাদা অভিযান চালিয়ে ২৩ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রেব।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়। রেব জানায়, রাতে হাটহাজারীর নতুনপাড়ায় চেকপোস্টে একটি খালি পিকআপের চালক ও হেলপারের আচরণ সন্দেহজনক দেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী পিকআপের বডিতে বিশেষ কৌশলে রাখা ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া কর্ণফূলী এলাকায় ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে আরো ৬ হাজার পিস ইয়াবাসহ আরো এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে রেব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজনই দীর্ঘদিন মাদক ব্যবসার সঙ্গে জাড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় রেব।























