চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছ। আগামী এক সপ্তাহ দুই শিফটে বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষা চলবে।
সকালে এ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হয় এই ভর্তিযুদ্ধ। প্রথম দিনে দুই শিফটে ২৭ হাজার ৬৩ জন করে মোট ৫৪ হাজার ১০৬ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা কেন্দ্রে শান্তিপুর্ণ পরিবেশ বজায় রাখতে ক্যাম্পাস ঘিরে নেয়া হয় বাড়তি নিরাপত্তা। শহর থেকে শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে ৪ জোড়া শাটল ট্রেন চলাচলের ব্যবস্থা করে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এবারের ভর্তি পরীক্ষায় চার ইউনিট ও দুইটি উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য চূড়ান্ত আবেদন করেছে ১ লাখ ৪৩ হাজার ৭২৪ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়ছে ২৯ জন।