চট্টগামের গৃহবধু নিশা আকতারকে পরিকল্পিতভাবে হতা করা হয়েছে : দাবি পরিবারের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
- / ১৫৯০ বার পড়া হয়েছে
চট্টগামের হামিদচরে চাহিদা অনুযায়ী যৌতুক না পেয়ে গৃহবধু নিশা আকতারকে পরিকল্পিতভাবে হতা করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।
সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে হতাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি করা হয় সংবাদ সম্মেলনে। এতে বলা হয়, দুইবছর আগে হামিদচর এলাকার মেয়ে নিশা আকতারের সাথে একই এলাকার ইমরান শাহ দানুর বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে নিশাকে নির্যাতন করে আসছিল শ্বশুর পক্ষ। কিছুদিন আগে নিশার শ্বশুর আবারো ২ লাখ টাকা যৌতুক দাবি করে। টাকা দিতে না পারায় চারমাসের
অন্ত:স্বত্বা নিশাকে খুন করে আত্মহতা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করে শ্বশুরবাড়ির লোকজন। থানায় মামলা করা হলেও পুলিশ রহস্যজনক আচরণ করছে বলে অভিযোগ করেন নিশার পরিবার। তারা নিশার শ্বশুর বাবুল হক, শ্বাশুরি ছকিনা খাতুন, ইমরান শাহ, লোকমান, রোজি আক্তার ও সৌনিয়ার ফাঁসি দাবি করেন।





















