চকবাজারে নোয়াখালী ভবনের আগুন নিয়ন্ত্রণে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
রাজধানীর চকবাজারের নোয়াখালী ভবনের লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বৃহস্পতিবার দিনগত রাত ৩টা ৪৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। জানা যায়, ওই ভবনের চারতলায় প্লাস্টিকের পণ্য মজুত করে রাখা ছিলো। ফায়ার সার্ভিস প্রথমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে আরও ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় দুই ঘণ্টা পর মোট ১৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়-ক্ষতির খবর জানা যায়নি।