ঘুষ লেনদেনের মামলায় সাজাপ্রাপ্ত ডিআইজি মিজানের খালাস আবেদন গ্রহণ করেছে হাইকোর্ট

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২
- / ১৬৩২ বার পড়া হয়েছে
ঘুষ লেনদেনের মামলায় সাজাপ্রাপ্ত পুলিশের বরখাস্ত ডিআইজি মিজানুর রহমানের খালাস চেয়ে করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।
একইসঙ্গে ওই মামলার নথি তলব করেছে আদালত। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। গত ৪ এপ্রিল নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন ডিআইজি মিজান। আপিলে তিন বছরের সাজা থেকে খালাস চেয়েছেন তিনি। ঘুষ লেনদেনে দুর্নীতি দমন কমিশনের মামলায় গত ২৩ ফেব্রুয়ারি বরখাস্ত দুদক পরিচালক খন্দকার এনামুল বাছিরকে আট বছর ও ডিআইজি মিজানকে তিন বছর কারাদণ্ড দেয় আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন।