ঘন ঘন ভ্রাম্যমান আদালতের নামে হয়রানির অভিযোগে হোটেল মালিকদের ধর্মঘট

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কুয়াকাটায় ঘন ঘন ভ্রাম্যমান আদালতের নামে হয়রানির অভিযোগে ধর্মঘট করেছে খাবার হোটেল মালিকরা।
সকাল থেকে সকল খাবার হোটেল বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি শুরু করে তারা। এতে ভোগান্তিতে পড়েছেন কুয়াকাটায় আগত পর্যটকরা। কুয়াকাটা হোটেল-রেস্তোরা মালিক সমিতির সভাপতি সেলিম মিয়া জানান, গত দুই বছর করোনার কারণে ব্যাপক ক্ষতিগ্রস্থ হোটেল মালিকরা। তারপর একের এক ভ্রাম্যমান আদালতের নামে হয়রানি করায় অনেকটা নি:স্ব হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। তাই প্রশাসনের কাছ থেকে ভালো কোন ফলাফল না পাওয়ার আগ পর্যন্ত সকল হোটেল-রেস্তোরা বন্ধ থাকবে।