গেল ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন আরো ২৪৮ জন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
সারাদেশে ক্রমেই দীর্ঘ হচ্ছে করোনায় সংক্রমণ ও মৃত্যুর মিছিল। ২২ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন আরো ২৪৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ১৫০ জনে।
বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয়, সারাদেশে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস শনাক্তে ৪৮ হাজার ৮০২টি নমুনা সংগ্রহ এবং ৪৮ হাজার ১৫টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে আরও ১২ হাজার ৬০৬ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৬ দশমিক ২৫ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা এখন ১৩ লাখ ৩৫ হাজার ২৬০ জন। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন ১৫ হাজার ৪৯৪ জনসহ এ পর্যন্ত মোট ১১ লাখ ৭২ হাজার ৪৩৭ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


















