গৃহবধু হত্যা মামলায় যুবককে মৃত্যুদন্ড দিয়েছেন কুষ্টিয়ায় আদালত
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৯:২৫:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
 - / ১৬৫৩ বার পড়া হয়েছে
 
গৃহবধু হত্যা মামলায় যুবককে মৃত্যুদন্ড দিয়েছেন কুষ্টিয়ায় আদালত।
দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় ঘোষনা করেন। এ সময় আসামি মোঃ কলম মোল্লার অনুপস্থিতিতে আদালত এই রায় দেন। আদালত সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী কলম মোল্ল্যা দৌলতপুর উপজেলার শেহালা গ্রামে গৃহবধূ পারুল খাতুনকে কুপিয়ে গুরুতর আহত করেন। ২০১২ সালের ২৫ ডিসেম্বর সকালে ঐ হামলার পর মারা যান ঐ গৃহবধূ। পরে ঐ নারীর বাবা বাদি হয়ে মামলা করেন। প্রায় ৮ বছর পর আজ এই রায় দেন আদালত। আসামী কলম মোল্লা এখনো পলাতক। ৩০২ ধারায় আসামীকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এছাড়া কলম মোল্লার স্ত্রী লিপি খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেয়া হয়।
																			
																		















