গাজীপুরে দিন দিন করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে
																
								
							
                                - আপডেট সময় : ০২:১৬:২৯ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
 - / ১৫৬৯ বার পড়া হয়েছে
 
বিধি না মানায় গাজীপুরে দিন দিন করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। তবে, রোগী অনুপাতে চিকিৎসায় কোনো সংকট নেই বলে জানিয়েছে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে প্রতিদিন ভারত থেকে আসা শত শত ট্রাকচালক ও সহকারীদের যত্রতত্র ঘোরাঘুরিতে আতংকিত হয়ে পড়েছে এলাকাবাসী।
গাজীপুরে গত এক সপ্তাহে করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে প্রায় সাত’শ। গত ১৪ মাসে মারা গেছে এক’শ ৮৮ জন। উপজেলা পর্যায়ে রোগী বাড়লেও, সবচেয়ে বেশি আক্রান্ত গাজীপুর সিটি করপোরেশন এলাকায়। আক্রান্তদের বেশিরভাগই হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছে। আবার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় হচ্ছে অনেকে।
জেলার শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ বেড, ১০টি আইসিইউ এবং ১০টি ভেন্টিলেটর রয়েছে। এছাড়া, আরো ১০০ শয্যা বাড়ানোর প্রস্তুতি নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাট-বাজারে মাস্ক ছাড়াই ভিড় করছে সাধারন মানুষ। তবে, প্রতিদিন মোবাইল কোর্টের অভিযান ও মাস্ক বিতরণ চলছে বলে জানান, জেলা প্রশাসক।
এদিকে, ১৪ দিনের জন্য যাত্রী চলাচল বন্ধ ঘোষনার পরও, চরম উদাসীনতায় চলছে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা পন্যবাহী ট্রাকচালক ও সহকারীদের মাধ্যমে করোনা সংক্রমনের শংকা জানায় স্থানীয়রা।
স্বাস্থ্যবিধি মেনে আমদানি-রপ্তানি চলছে বলে দাবি করে, বন্দর কর্তৃপক্ষ।
ভারতীয় ট্রাকচালক ও সহকারীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয় বলে জানান, সিভিল সার্জন।
কঠোরভাবে স্বাস্থ্যবিধি না মানলে ভোমরা স্থলবন্দরের মাধ্যমে দেশজুড়ে করোনা সংক্রমন হতে পারে বলে মনে করে সাতক্ষীরাবাসী।
																			
																		














