গাইবান্ধার গোবিন্দগঞ্জে পানির টাংকিতে পড়ে দুই সহদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৩:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পানির টাংকিতে পড়ে দুই সহদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ভোরে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামের হাবিবুর রহমান বাড়ির মধ্যে থাকা পানির টাংকিতে পড়ে যায়, এসময় তার আপন ভাই হাসান তাকে উদ্ধার করত এলে সেও টাংকিতে পড়ে গিয়ে দু’জনেই মারা যায়।
এদিকে, মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে লিটন মাদবর নামের এক ফল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সকালে উপজেলার ওমপাড়া এলাকায় এক্সপ্রেসওয়ে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত লিটন স্থানীয় বালাশুর এলাকার মৃত মালেক মাদবরের ছেলে।