গল্প নয় সত্য! একবার হা করে খেয়ে নিতে পারেন আস্ত একটি আপেল

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
গল্প নয় সত্য! একবার হা করে খেয়ে নিতে পারেন আস্ত একটি আপেল। ৩ দশমিক ৬৭ ইঞ্চি হা নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের দাবিদার যুক্তরাষ্ট্রের এই আইজাক জনসন।
পশু পাখি থেকে শুরু করে মানুষ। বাঁচার জন্য খাবার খাওয়ার মাধ্যম মুখ। মানুষ হা করলে সাধারণত দুই চোয়ালের মধ্যে এক থেকে দুই ইঞ্চি ফাকা হয়। একটি আপেল একবারে খাওয়া তো প্রায় অসম্ভব!
তবে এবার ৩ দশমিক ৬৭ ইঞ্চি হা ওয়ালা বালকের খোঁজ পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের মিনেসোটায়। ১৪ বছর বয়সী আইজাক জনসন নামের এই বিস্ময়কর বালক একবারে খেয়ে নিতে পারেন একটি বেসবল পরিমাণ খাবার বা ২০ আউন্স পানীয় বোতল। এর আগে, ৩ দশমিক ৪৬ ইঞ্চি হা নিয়ে বিশ্বের বড় রেকর্ডের দাবিদার ছিলো জার্মানের একজন।