গদখালীতে এবছর বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদিত হচ্ছে লিলিয়াম ফুল
																
								
							
                                - আপডেট সময় : ০৫:৩৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২
 - / ২৩৭০ বার পড়া হয়েছে
 
শীতপ্রধান ইউরোপের অপূর্ব ফুল টিউলিপের পর যশোরের ‘ফুলসাম্রাজ্য’ গদখালীতে এবছর বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদিত হচ্ছে লিলিয়াম ফুল। কৃষি গবেষণা ইনস্টিউটের সহযোগিতায় সীমিত আকারে এর সফল চাষ শুরু হয়েছে। আগামীতে ব্যাপক আকারে লিলিয়াম চাষ ও বিপণন হবে বলে আশা করছেন চাষীরা।
টিউলিপের মত লিলিয়াম শীতপ্রধান ইউরোপের আরেকটি জনপ্রিয় ফুল। দেখতে অনেকটা বাংলাদেশের শাপলার মতো। চলতি মৌসুমে যশোরের গদখালীতে পরীক্ষামূলকভাবে লিলিয়াম চাষ শুরু হয়েছে। এলাকার মনজুর আলম, হাফিজুর রহমানসহ অন্তত ৮ জন ফুল চাষি নিজ নিজ জমিতে লিলিয়ামের পরীক্ষামূলক চাষ করছেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফুল বিভাগ থেকে প্রত্যেক চাষিকে ৪শ’ পিস করে ফুলের কন্দক দেয়া হয়। মাত্র এক মাসেই প্রতিটি ক্ষেতে লিলিয়ামের কুড়ি ও ফুল ফুটে ছড়িয়েছে সৌন্দর্য্য।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, লিলিয়াম ফুলের প্রধান বৈশিষ্ট হলো দেখতে সুন্দর, ফুলের পাপড়ি ও পাতা শক্ত, ফলে এই ফুল ১০ থেকে ১৫ দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। দেশে-বিদেশে এই লিলিয়ামের ব্যাপক চাহিদা রয়েছে। যে কারণে বাণিজ্যিক চাষ সম্প্রসারণে পরীক্ষামূলক চাষে বেছে নেয়া হয়েছে ফুলের রাজধানী গদখালিকে।
শীতপ্রধান দেশের অপূর্ব ফুল লিলিয়াম চাষের সম্প্রসারণ, উৎপাদন, কলাকৌশল ও সংরক্ষণ ব্যবস্থাপনায় কৃষককে প্রশিক্ষণ দিতে নানা কর্মসুচি গ্রহণ করছে কৃষি বিভাগ।
																			
																		
















