গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় আরও ৪১ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬২৫ বার পড়া হয়েছে
গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৭৪৪ জনে। বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে নতুন করে আরও ৭ হাজার ২৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৯৪ হাজার ৫৩৫ জনে। সুস্থ হয়েছেন ১১ হাজার ৪৬ জন। মোট সুস্থ ১৬ লাখ ৪৪ হাজার ৬২৮ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ৪২ হাজার ৮৬৭ জনের। শনাক্তের হার ১৬ দশমিক ৯৫ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতার।















