খুলনায় লঞ্চের লস্কর হত্যা মামলায় এক আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড

- আপডেট সময় : ০৭:৪৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
খুলনায় লঞ্চের লস্কর আইয়ুব আলী হত্যা মামলায় এক আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে অদালত। একই সাথে তাকে ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
দুপুরে খুলনার জেলা দায়রা জজ মোহাম্মদ মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। অপরদিকে মামলার অপর আসামী প্রাপ্তবয়স্ক না হওয়ায় শিশু আদালতে তার বিচারকাজ চলছে। সাজাপ্রাপ্ত আসামীর নাম মোহাম্মদ রায়হান সরদার। আদালত সুত্র জানায়, ২০১৯ সালের ৬ অক্টোবর কয়রা উপজেলার ভান্ডারপোলে লঞ্চ থেকে যাত্রী নামার সময় দুই যাত্রী তাদের টিকিট দেখাতে পারেননি। এই নিয়ে লঞ্চের মাস্টার আইয়ুব আলীর সাথে বাতবিতন্ডা হয়। এসময় ক্ষিপ্ত হয়ে রায়হান তার পকেটে থাকা ছুঁরি বের করে আইয়ুবের পেটে ঢুকিয়ে দেয়। পরে লঞ্চ মাস্টারকে হাসপাতালে নেয়া হলে সেখানেই তিনি মারা যান। পরের দিন ওই ঘটনায় আরেক লঞ্চ মাষ্টার মোহাম্মদ আলমগীর মোল্লা বাদী হয়ে কয়রা থানায় হত্যা মামলা দায়ের করেন।