খুলনায় রিপন হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
- / ১৬২৭ বার পড়া হয়েছে
খুলনায় রিপন হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া কুষ্টিয়ার কুমারখালীতে ইমরান শেখকে হত্যার অভিযোগে একজনের ফাঁসি রায় এবং ২জনের আমৃত্যু ও ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করে। জানা যায়, ওহিদুর রহমান রিপন একজন মাহেন্দ্র চালক। ২০১৬ সালের ১১ জানুয়ারি আসামীরা তাকে পূর্ব পরিকল্পিত ভাবে হত্যা করে।
কুষ্টিয়ার কুমারখালীতে আলোচিত ঘটনা অপহরণের পর ইমরান শেখকে হত্যার অভিযোগে একজেনের ফাঁসি রায় এবং ২জনের আমৃত্যু ও ৩জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত। দুপুরের দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোঃ তাজুল ইসলাম আসামীদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।