খুলনায় বিস্ফোরক মামলায় মামুনুল হকের বিরুদ্ধে অভিযোগপত্র গঠনের দিন ধার্য

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৮:২৫ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
খুলনার একটি বিস্ফোরক মামলায় হেফাজতের সাবেক নেতা মামুনুল হকের বিরুদ্ধে ১০ অক্টোবর অভিযোগপত্র গঠনের দিন ধার্য করেছে আদালত।
দুপুরে খুলনার মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এ আদেশ দেন। এর আগে, সকালে খুলনা জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তায় আদালতে নেয়া হয় মামুনুল হককে। ২০১৩ সালে পুলিশের করা একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এ মামলার অভিযোগ গঠন হবে ১০ অক্টোবর।গত শুক্রবার মামুনুল হককে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে খুলনা জেলা কারাগারে নেয়া হয়। আইনজীবীরা জানান, ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি ইসলাম অবমাননার প্রতিবাদে ইসলামী কয়েকটি দল নগরীতে বিক্ষোভ মিছিল করে। এ সময় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করে পুলিশ।