খুলনায় তেল উত্তোলন বন্ধ রেখে ধর্মঘট

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
তিন দফা দাবিতে খুলনার তেল উত্তোলন বন্ধ রেখেছে জ্বালানি তেল ও ট্যাংকলরি মালিকরা।
জ্বালানি তেলে কমিশন এবং ট্যাংকলরির ভাড়া কমানোর প্রতিবাদে তিনটি ডিপোতে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট। সকালে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ করা হয়। ১৫ জেলায় তেল পরিবহন ও সরবরাহ বন্ধ করে দেয়া হয়। বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বলেছেন, জ্বালানি তেলের কমিশন, ট্যাংকলরি ভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবি তুলে ধরা হয়েছে ।তেলের দাম কমানোর পাশাপাশি কমিশন ও ট্যাংকলরি ভাড়া কমানো হয়েছে। এর প্রতিবাদে সকাল থেকে তেল উত্তোলন বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।