খুলনা ও ঝিনাইদহসহ বিভিন্ন জেলায় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ

- আপডেট সময় : ০৯:১৬:০২ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
খুলনা ও ঝিনাইদহসহ বিভিন্ন জেলায় করোনা সচেতনতায় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। ওদিকে, সাতক্ষীরায় করোনা সচেতনায় সাইকেল রেলী হয়েছে।
করোনার দ্বিতীয় ওয়েভে মহামারী রোধে জনসচেনতা সৃষ্টির লক্ষ্যে রেব-৬ এর পক্ষ থেকে খুলনা বিভাগের ১০ জেলায় আজ মাস্ক বিতরণ কর্মসূচী পালিত হচ্ছে। মাস্ক ছাড়া যারা বাড়ির বাইরে এসেছেন তাদের মাস্ক প্রদান করা হয়। খুলনার শিববাড়ি মোড়ে রেব-৬ এর সিও লে. কর্ণেল রওশোনুল ফিরোজ এই কর্মসূচীর উদ্বোধন করেন। এছাড়া সোনাডাঙ্গা, গল্লামারিসহ শহরের বিভিন্ন জায়গায় মাস্ক বিতরণ করা হয়।
মহামারী করোনা প্রতিরোধে ঝিনাইদহে সাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। সকাল থেকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল, পোস্ট অফিস মোড়, পায়রা চত্বর, আরাপপুরসহ শহরের বিভিন্ন স্থানে রেব-৬’র পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।
এদিকে, “আমার মাস্ক, আমার সুরক্ষা” শ্লোগানকে সামনে রেখে করোনা প্রতিরোধে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরায় সাইকেল রেলী অনুষ্ঠিত হয়েছে। রেলিটিতে নেতৃত্ব দেন, জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল ও সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী।