খালেদা জিয়ার নতুন করে করা জামিন আবেদনের বিষয়ে রোববার শুনানির দিন
- আপডেট সময় : ০৪:০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬০১ বার পড়া হয়েছে
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার নতুন করে করা জামিন আবেদনের বিষয়ে রোববার শুনানির দিন করেছে হাইকোর্ট। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের দ্বৈত বেঞ্চ শুনানির এই দিন ঠিক করে। গণমাধ্যমকে খালেদা জিয়ার আইনজীবীরা জানান, তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতেই নতুন করে এই জামিনের আবেদন । তবে দুদকের আইনজীবী জানান, জামিনের বিপক্ষে আদালতে তাদের অবস্থান তুলে ধরবে।
দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের সাজা নিয়ে বর্তমানে কারা কর্তৃপক্ষের অধীনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
এমন বাস্তবতায় ৭৩ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে দাবি করে, নতুন এই জামিন আবেদন করা হয়েছে বলে জানান তার আইনজীবীরা।
শুনানির বিষয়ে উচ্চ আদালতের দেয়া সিদ্ধান্তও জানান তিনি। জামিনের বিপক্ষে আইনি যুক্তি তুলে ধরা হবে বলে জানান, দুদকের আইনজীবী। এর আগে, খালেদা জিয়ার করা জামিন আবেদন খারিজ করে হাইকোর্ট। আপিল বিভাগেও বহাল থাকে সেই আদেশ।
















