খানা-খন্দক আর কালভার্ট ভেঙ্গে জামালপুর শহরে বাইপাস সড়কের বেহাল দশা
- আপডেট সময় : ০১:৪১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
খানা-খন্দক আর কালভার্ট ভেঙ্গে জামালপুর শহরের বেলটিয়া হয়ে মাছিমপুর বাইপাস সড়কের বেহাল দশা। যাত্রী ও যানবাহন চলাচলে অসুবিধা হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, খুব শিগগিরই রাস্তাটি সংস্কারের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
৮ বছর আগে জামালপুরের বেলটিয়া থেকে মাছিমপুর পর্যন্ত ৪ কিলোমিটার সড়ক ৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। বর্তমানে সড়কটি চলাচলের অনেকটাই অনুপোযোগী হয়ে পড়েছে। রাস্তায় খানাখন্দক ও কালভার্ট ভেঙ্গে যাওয়ার ফলে চলাচলে খুবই অসুবিধা হচ্ছে। সড়কটি সংস্কার হলে শহরের যানজট যেমন কমবে অপরদিকে জামালপুর টাঙ্গাইল ও জামালপুর ময়মনসিংহ সড়কে সংযোগ স্থাপনের ফলে সময় বাঁচে প্রায় একঘন্টা। দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।
কর্তৃপক্ষ বলছে, নির্দেশনা আসলেই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সংস্কার কার্যক্রম শুরু করা হবে।
সব মিলিয়ে সড়কটি যাত্রীদের চলাচলের উপযোগী হবে, প্রত্যাশা সকলের















