ক্যাবল টিভি অপারেটরদের সেট টপ বক্স ব্যবহার বাধ্যতামূলক প্রজ্ঞাপন ৩ মাসের জন্য স্থগিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
ক্যাবল টিভি অপারেটরদের সেট টপ বক্স ব্যবহার বাধ্যতামূলক করে সরকারের দেওয়া প্রজ্ঞাপন ৩ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ আজ এই আদেশ দেন। পাশাপাশি তথ্য মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন, কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানাতে, রুলও জারি করে আদালত। গত ২৪ এপ্রিল তথ্য মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন জারি করেন। প্রথম ধাপে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ক্যাবল নেটওয়ার্ক কার্যক্রম চলতি বছরের ৩১ মের মধ্যে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করতে হবে। এবং গ্রাহকরা নিজেদের টেলিভিশনের সঙ্গে সেট টপ বক্স সংযুক্ত করতে বাধ্য থাকবেন। ২৯ মে তথ্য মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি নিয়ে আজ এই আদেশ দেয় হাইকোর্ট।