কোলকাতায় আবারো বাড়ছে করোনা রোগীর সংখ্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫২:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
- / ১৬৫৮ বার পড়া হয়েছে
কোলকাতায় আবারো বাড়ছে করোনা রোগীর সংখ্যা। ১৫ অক্টোবর রোগীর সংখ্যা ছিল ১২৭ জন। গেলো শুক্রবার তা বেড়ে দাঁড়ালো ২৪২ জনে।
সপ্তাহের ব্যবধানে রোগী দ্বিগুণ হওয়ার পেছনে সাম্প্রতিক পূজার উৎসব, কেনাকাটা ও ভিড়বাট্টাকে দায়ী করেছেন পশ্চিমবঙ্গের কর্তাব্যক্তিরা। রোগী বেড়ে যাওয়ায় শহরের সেফ হাউস, কোয়ারেন্টিন সেন্টারগুলোতেও ফের ভিড় বেড়েছে। এদিকে নতুন শনাক্তসহ মোট ২৪২ জনের মধ্যে দেখা গেলো ১৫০ জনই দুই ডোজ টিকা নেওয়া। এক ডোজ নিয়েছেন ১৫ জন।



























