কুষ্টিয়ায় জেসমিন হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় জেসমিন হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছ আদালত।
দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক তাজুল ইসলাম রায়ে আসামীকে অর্থদণ্ডও দেন। আসামী আজিজুল হকের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আজিজুল হক কুমারখালী উপজেলার চরবানিয়াপাড়া এলাকার বাসিন্দা। আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৮এপ্রিল রাতে আজিজুল হক তার স্ত্রী অন্ত:সত্ত্বা জেসমিনকে শ্বাসরোধ করে হত্যা করে। পরদিন সকালে সংবাদ পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে কুমারখালী থানা পুলিশ।