কুষ্টিয়ায় এক বৃদ্ধকে গলা কেটে হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় এক বৃদ্ধকে গলা কেটে হত্যার দায়ে দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নওয়াপাড়ার সাহাবুল ইসলাম এবং তার স্ত্রী মারিয়া আহমেদ। মামলার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৫ জানুয়ারি সকালে কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা মধ্যপাড়ার জালাল উদ্দিনের স্ত্রী রিনা খাতুন স্বামীকে বাসায় রেখে বাইরে যান। বাড়িতে এসে দেখেন বাড়ির প্রধান ফটক ভেতর থেকে আটকানো। পরে পাশের বাসার গেট দিয়ে ঘরে ঢুকে দেখেন, তার স্বামীর গলা কাটা মরদেহ পড়ে আছে। এ ঘটনায় সেদিনই জালালের স্ত্রী বাদী হয়ে কুষ্টিয়া থানায় হত্যা মামলা করেন।