কুমিল্লায় বিআরটিসি’র বাসচাপায় শিশুসহ একই পরিবারের চার অটোরিকশা যাত্রী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
- / ১৬২২ বার পড়া হয়েছে
কুমিল্লার লাকসামে যাত্রীবাহী বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এতে আহত হন একজন।
সকাল সাড়ে ৭টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কে লাকসামের কালিয়াচৌর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লালমাই করতী গ্রামের বাহারুল আলম, তার স্ত্রী পারুল বেগম, শিশু কন্যা জান্নাত ও শাশুড়ি গোলাফ নেহার নিহত হয়েছেন। পুলিশ জানায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিআরটিসির একটি বাস নোয়াখালীগামী ওই অটোরিকশাকে চাপা দেয়। ঘটনাস্থলে দু’জন মারা যায়। পরে, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও দু’জন নিহত হয়। আহত একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি জব্দ করেছে পুলিশ।




















