কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহের কালীগঞ্জের ১২ জন নিহতের ঘটনায় ট্রাকচালক রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সকালে যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, রনিকে ধরতে অভিযান চলছিলো। সকালে সংবাদ পেয়ে পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গত ১০ই ফেব্রুয়ারি বিকেলে যশোর-ঝিনাইদহ সড়কের বারোবাজারে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হন। আহত হন অন্তত ২০ জন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। এই দুর্ঘটনায় নিহত ৫ জনই স্থানীয় কলেজের মাস্টার্সের শেষ বর্ষের ছাত্র।

















