কালিয়াকৈরে শুরু হয়েছে দেড়শ বছরের কেশব পাগলনাথের মেলা
- আপডেট সময় : ০৭:২৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈরে শুরু হয়েছে দেড়শ বছরের প্রাচীন কেশব পাগলনাথের মেলা। মাসব্যাপী আয়োজিত এ মেলায় ভীড় করছেন ভক্ত-অনুরাগীরা। পণ্যের বাহারি পসরা সাজিয়ে বসেছেন দোকানীরা। মনোবাসনা পূরণে সাধুপুরুষের নামে মানত করছেন অনেকে। সম্প্রীতি ও ভ্রাতৃত্ব রক্ষায় এ ধরনের গ্রামীণ মেলায় পৃষ্ঠপোষকতা দরকার বলে মনে করেন সুধীজনরা।
নিমতলায় ছড়িয়ে ছিটিয়ে প্রতিমার নানা অঙ্গ-প্রতঙ্গ। হাত-পা, মাথা কি নেই। জ্বলছে মোম ও আগরবাতি। জানা গেল এর রহস্য আসল রহস্য। যার যা সমস্যা রয়েছে তা বা অঙ্গের প্রতিকৃতি রেখে মানত করলে পূরণ হয় এমন বিশ্বাস বহু ভক্তের।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চিনাইল গ্রামে সাধু পুরুষ কেশব পাগলার আশ্রমে দেখা যায় এ দৃশ্য। এখানে মাঘের শুরুতে মাসব্যাপী মেলা শুরু হয়। মাঘের প্রথম তিনদিব্যাপী কীর্তনগানের আসর বসে।
সনাতন ধর্মের সাধুপুরুষ পাগলনাথ। তাকে ঘিরেই গড়ে উঠেছে এ আশ্রম। মেলার আনন্দ আয়োজনে অংশ নিচ্ছেন দূরদূরান্ত থেকে আগত দর্শনার্থী ও ভক্তরা। নাগরদোলার দুলুনীতে মেতে উঠছে শিশুসহ নানা বয়সী মানুষ।
মেলা উপলক্ষে ঐতিহ্যবাহী সাজ বাতাসা, বিন্নি ধানের খই, মুখরোচক মিষ্টি সামগ্রী, বারোভাজা, চটপটি, খেলনা, মাটির তৈজসপত্র ও মেয়েদের সাজ অলঙ্কার নিয়ে পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।
পাগলনাথের মেলায় সকল ধর্মের মানুষের মিলন মেলা হয় বলে জানিয়েছেন আয়োজকরা।
সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ব রক্ষায় এ ধরণের গ্রামীণ মেলার পৃষ্ঠপোষকতার দরকার বলে মনে করেন সুধীজনরা।




















