কারাগারে সুড়ঙ্গের মাধ্যমে পালানো ছয় ফিলিস্তিনি বন্দির মধ্যে ৪ জন আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
ইসরায়েলের কারাগারে সুড়ঙ্গের মাধ্যমে পালানো ছয় ফিলিস্তিনি বন্দির মধ্যে ৪ জনকে আটক করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। শুক্রবার নাজারেথ শহরে আটক করা হয় তাদের। বাকি দুই পলাতককে ধরতে এখনও চলছে অভিযান।
তবে আটককৃতদের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। এ ঘটনাকে দেশের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে ইসরায়েল। কারাগারের পাশাপাশি জোরদার করা হয়েছে গোটা এলাকার নিরাপত্তা ব্যবস্থা। গাজা ও পশ্চিম তীরে সংঘাত ছড়ানোর আশঙ্কাও রয়েছে। এর আগে, গত সোমবার উচ্চ নিরাপত্তা ব্যবস্থা সম্বলিত একটি কারাগার থেকে পালায় ছয় ফিলিস্তিনি বন্দি। পরিস্থিতি অবনতির আশঙ্কায় সেখান থেকে সরিয়ে নেয়া হয় অনেক বন্দিকে। এদিকে, পলাতক ছয় ফিলিস্তিনিকে হিরো হিসেবে ঘোষণা করেছে হামাস।


























