কারচুপি না করে ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার আহ্বান বিএনপি নেতাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
ঢাকা-১৮ আসনের উপনির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আবারো শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। দুপুরে নিজ নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
বিএনপি প্রার্থী বলেন, নির্বাচন কমিশনকে অভিযোগ করেও প্রতিকার পাওয়া যাচ্ছে না এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সহযোগিতা করছে না। তবে শত প্রতিকূলতার মধ্যেও শেষ পর্যন্ত ভোটের প্রতিযোগিতায় থাকবেন বলে জানান এসএম জাহাঙ্গীর হোসেন। এ সময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে সুষ্ঠু পরিবেশ বজায় রেখে নিরপেক্ষ থাকার আহ্বান জানান। এবার আর কারচুপি না করে সরকারকে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেবার আহ্বান জানান তিনি।