কাজাখস্তানে সহিংসতা মোকাবেলায় একদিনেই ১৭শ’ গ্রেফতার

- আপডেট সময় : ০৯:৩৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
কাজাখস্তানে সহিংসতা মোকাবেলায় একদিনেই ১৭শ’ মানুষকে গ্রেফতার করেছে দেশটির সরকার। গতকাল সেখানে চলে ব্যাপক ধরপাকড়। সরকার বিরোধী আন্দোলনে এ নিয়ে মোট বন্দির সংখ্যা দাঁড়ালো ১২ হাজারের কাছাকাছি। জ্বালানি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বছরের প্রথম দিন থেকেই উত্তাল হয় কাজাখস্তান।
এখন পর্যন্ত করা হয়েছে তিন শতাধিক মামলা। বিক্ষোভ ও প্রতিবাদে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘাতে প্রাণ হারান কমপক্ষে ১৬৪ জন। আহত হয়েছেন হাজারেরও বেশি। পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীকে বরখাস্তের পাশাপাশি সরকার বিলোপ করেন প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ। তার আহ্বানে সাড়া দিয়েই সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশটিতে ঢোকে রুশ নেতৃত্বাধীন শান্তিরক্ষী বাহিনী। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক অন্তর্কোন্দলই সহিংসতার মূল কারণ। প্রশাসনে সাবেক প্রেসিডেন্ট নূর সুলতানের প্রভাব কমাতেই বর্তমান সরকার এ কৌশল নিয়েছে।