কলকাতা পৌরসভা নির্বাচনে ৭২ শতাংশ ভোট পেয়ে বড় ব্যবধানে জয়ী হলো তৃণমূল

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৩:১০ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
কলকাতা পৌরসভা নির্বাচনে ৭২ শতাংশ ভোট পেয়ে বড় ব্যবধানে জয়ী হলো তৃণমূল । কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৩৪ টিতেই জয়ী হয়েছে তৃণমূল।
মঙ্গলবার নির্বাচন কমিশন জানায় তৃণমূলের প্রাপ্ত ভোট ৭২ শতাংশ।পৌরসভা নির্বাচনে তৃতীয়বারার জয়ে তৃণমূলের অবস্থান এবার আরো মজবুত হলো। গত নির্বাচনে মহানগরে তৃণমূল পেয়েছিল ৫০.৬ শতাংশ ভোট। এবার তা ২০ শতাংশ বেড়েছে । জয়ের পরে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বাড়ির কাছে কর্মী-সমর্থকরা আনন্দ উল্লাস করেন।এ সময় মমতা বন্দোপাধ্যায় এই জয় মানুষের জয় বলে জানান। এবং কলকাতাকে আরও সুন্দর ও উন্নত করতে কাজ করার অঙ্গীকার করেন। এমন ফল সামনে আসার পর বিজেপিসহ বিরোধীরা ভোট লুট করা সহ সাধারণ মানুষকে ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ করেন।