কলকাতা আন্তর্জাতিক বইমেলা আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু
- আপডেট সময় : ০৬:৪৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
আগামী বছর ৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এবারের বইমেলার থিম কান্ট্রি বাংলাদেশ, উত্সর্গ করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। কলকাতা বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড এমন ঘোষণা দিয়েছে।
করোনা মহামারির কারণে এবছর অনুষ্ঠিত হয়নি কলকাতা বইমেলা। এর আগে ২০২০ সালে বইমেলার থিম কান্ট্রি ছিল রাশিয়া।সেবারের বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন তৈরি হয়েছিল শান্তিনিকেতনের বাংলাদেশ ভবনের আদলে। প্যাভিলিয়নে ঠাঁই পেয়েছিল বাংলাদেশের ৪১টি প্রকাশনা সংস্থা।গিল্ড সভাপতি জানান, এ বছরের বইমেলার থিম কান্ট্রি ছিল বাংলাদেশ। কিন্তু করোনার কারণে মেলা অনুষ্ঠিত হয়নি। তাই আগামী বছরে বাংলাদেশকেই থিম কান্ট্রি রাখা হয়েছে। বইমেলা উৎসর্গ হবে বঙ্গবন্ধুর নামে। ২০২২ সালে কলকাতা বইমেলা ৪৬ বছরে পা দিচ্ছে। আসন্ন এ বইমেলার আয়োজন করা হবে সল্টলেকের সেন্ট্রাল পার্কে। মেলা শেষ হবে ১৩ ফেব্রুয়ারি।


























