কর্মবিরতির ১৪ তম দিনেও কাজে ফেরেনি সিলেট ও হবিগঞ্জের চা শ্রমিকরা

- আপডেট সময় : ০১:৩৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
চলমান আন্দোলনের ১৪ তম দিনেও কাজে ফেরেনি সিলেট ও হবিগঞ্জের চা শ্রমিকরা। ১৪৫ টাকা মজুরির সিদ্ধান্ত প্রত্যাখান করে কর্মসুচি চালিয়ে যাচ্ছে তারা।
সকাল থেকে হবিগঞ্জের বাগানে বাগানে বিক্ষোভ করছে চা শ্রমিকরা। দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে ৯ আগস্ট থেকে কর্মবিরতি পালন করছে তারা। এরমধ্যে দফায় দফায় সভা ও বৈঠক হয়েছে। এতে ২৫ টাকা বাড়িয়ে দৈনিক মজুরি ১৪৫ টাকা করা হয়েছে। কিন্তু, সাধারণ শ্রমিকেরা এ সিদ্ধান্ত না মেনে কর্মসুচি চালিয়ে যাচ্ছে। ২৩ আগস্ট শ্রম মন্ত্রণালয়ে মন্ত্রীর সাথে দাবি নিয়ে বৈঠকের কথা রয়েছে। এর আগ পর্যন্ত সব বাগানে কর্মসূচি চলবে বলে জানিয়েছে শ্রমিক নেতারা।
এদিকে, সিলেটে প্রধানমন্ত্রীর আশ্বাস ছাড়া কাজে যেতে নারাজ সাধারণ শ্রমিকের একাংশ। তারা মালনীছড়া চা বাগানের মান্ডপ এলাকায় বিক্ষোভ করছে।অন্য অংশ লাক্কাতুরা চা বাগানের কারখানা এলাকায় শ্রমিক ইউনিয়নের সিদ্ধান্তের অপেক্ষা করছে। সিলেটে আজ কাজে ফেরার কথা ছিলো চা শ্রমিকদের। কিন্তু এক পক্ষ বিক্ষুব্ধ থাকায় তা আর হচ্ছে না। শ্রমিক ইউনিয়ন ও বাগানের পঞ্চায়েত কমিটির বৈঠকের পর সিদ্ধান্ত নেবে তারা।