কর্মক্ষেত্রে ৫০ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০১:৩২:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
- / ১৬০৬ বার পড়া হয়েছে
যেকোন সংকটে কার্যকর সমাধান পেতে, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের নীতিনির্ধারণী পর্যায়ে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা মহামারী মোকাবিলায় অন্যান্যদের চেয়ে নারী নেতৃত্বই বেশি সফলতা দেখিয়েছে।
গতকাল নিউইয়র্কে স্থানীয় সময় দুপুরে, জাতিসংঘে নারী নেতৃত্ব শীর্ষক আয়োজিত এক উচ্চ পর্যায়ের সভায় বক্তব্য রাখেন শেখ হাসিনা। তিনি বলেছেন, ২০৩০ সালের মধ্যে কর্মসংস্থানে দেশের সব ক্ষেত্রে ৫০ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করবে বাংলাদেশ। ‘ট্র্যান্সফরমেটিভ সল্যুশন্স বাই উইমেন লিডারস টু টুডেইজ ইন্টারলিংকড চ্যালেঞ্জেস’ প্রতিপাদ্য সভায় প্রধানমন্ত্রী আরও বলেন, সংকট কাটাতে নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে নীতিনর্ধারণী পর্যায়ে।
শুধু নিজ নিজ দেশের জন্য নয়, মানবতার কল্যাণে ইতিবাচক ফলাফল পেতে জাতিসংঘের উইমেন লিডার্স প্ল্যাটফর্মকে আরো শক্তিশালী করার ওপরও জোর দেন শেখ হাসিনা। বলেন, নারী-পুরুষের সমতা আনার ক্ষেত্রে বাংলাদেশ সব ধরনের পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে।