করোনায় বিপর্যস্ত ভারতের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বিভিন্ন দেশ

- আপডেট সময় : ০৮:২৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
করোনা মহামারিতে ভেঙে পড়েছে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা। দিশেহারা ও বিপর্যস্ত ভারতের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য, জার্মান ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ।
ভারতের চরম বিপর্যয়ে পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে সব ধরনের সহায়তার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি ও ফ্রান্স। এছাড়া জরুরি ভিত্তিতে ৬ শতাধিক মেডিকেল ইকুইপমেন্ট ও ৪৯৫টি অক্সিজেন সিলিন্ডার ভেন্টিলেটরসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী পাঠিয়েছে যুক্তরাজ্য। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ভ্যাকসিন তৈরির জন্য ভারতের ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটকে কাঁচামাল সরবাহের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ভারতে আসছে বাইডেন প্রশাসনের বিশেষজ্ঞ দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ ইন্ডিয়া নিড অক্সিজেন লিখলেই উঠে আসছে ভারতের করোনা মহামারির চরম ভয়বহতা। ভারতে শনিবার একদিনেই আক্রান্ত হয়েছে সাড়ে ৩ লাখ। প্রাণ হারিয়েছেন ২ হাজার ৬২৪ জন।