করোনার সাথে ডেঙ্গু বেড়ে যাওয়ায় হাসপাতালে বেড বাড়ানোর সুযোগ নেই : স্বাস্থ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৭:২০ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার সঙ্গে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালে দিনরাত পরিশ্রম করছেন চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা। হাসপাতালে আর বেড বাড়ানোর সুযোগ নেই উল্লেখ করে তিনি আরো বলেন, করোনার সংক্রমণ কমিয়ে আনাই এখন সরকারের লক্ষ্য।
দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোভিড ফিল্ড হাসপাতাল উদ্বোধনের পর সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ‘বিএসএমএমইউ’র ফিল্ড হাসপাতালে আপাতত ৩৫৭টি শয্যা কাজ শুরু করেছে। এর মধ্যে ৪০টি আইসিইউ, বাকিগুলোতে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন রয়েছে। পর্যায়ক্রমে এই হাসপাতালকে এক হাজার বেডে উন্নীত করা হবে। এসময় চীন থেকে সিনোফার্মের আরও ৬ কোটি ডোজ টিকা আসছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।