করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় বর্তমানে তটস্থ ভারতের বিশেষজ্ঞ মহল

- আপডেট সময় : ০১:১৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় বর্তমানে তটস্থ ভারতের বিশেষজ্ঞ মহল। তবে তার আগেই দেশটিতে এখন নতুন আতঙ্কের নাম করোনার ‘ডেল্টা প্লাস’ ধরন। আসছে আগস্টের শেষ নাগাদ কিংবা সেপ্টেম্বরে তৃতীয় ঢেউ ভারতে আঘাত হানান আশংকা করছেন,বিশেষজ্ঞরা।
ডেল্টা প্লাস নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের সংক্রমণে করোনার পরিচিত চেনা উপসর্গের দেখা মিলছে না। সংক্রমণের উপসর্গ জানতে না পারাই উদ্বিগ্ন ভারতের চিকিৎসকমহল। এরই মধ্যে ভারতের মধ্যপ্রদেশ, কেরালা ও মহারাষ্ট্রে বেশ কয়েকজনের শরীরে ‘ডেল্টা প্লাস’ ধরনের সন্ধান পাওয়া গেছে। গত ১৬ জুন মধ্যপ্রদেশে প্রথম আক্রান্তের হদিস মেলে। এরপর কেরালায় তিনজন ও মহারাষ্ট্রে ২১ জনের দেহে শনাক্ত হয় ডেল্টা প্লাস। আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যেই করোনার তৃতীয় ঢেউ ভারতে ছড়িয়ে পড়তে পারে। বিশ্বের ৯টি দেশে করোনার ডেল্টা প্লাস ধরনের রোগী শনাক্ত হয়েছে। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পর্তুগাল, সুইজারল্যান্ড, জাপান, পোল্যান্ড, নেপাল, চীন ও রাশিয়া।