করোনার কারণে দু’বছরে ব্যাপক ক্ষতির সম্মুখীন দেশের শিক্ষা ব্যবস্থা

- আপডেট সময় : ০৯:১৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
করোনার কারণে দু’বছরে ব্যাপক ক্ষতির সম্মুখীন দেশের শিক্ষা ব্যবস্থা। ক্ষতি পুষিয়ে উঠতে সঠিক পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে আগামী বাজেটে প্রকৃত শিক্ষাবাজেট বাড়ানোর কথা বলছেন শিক্ষাবিদ ও গবেষকরা।সাকালে রাজধানীতে শিক্ষা বাজেট নিয়ে আলোচনায় তারা এসব কথা বলেন।
করোনা কালীন দেশে ১৮ মাস বন্ধ ছিলো সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। এ সময় মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্তর থেকে ঝড়ে পড়েছে কয়েক লাখ শিক্ষার্থী। রাজধানীর গুলশানে গণস্বাক্ষরতা অভিযান আয়োজিত শিক্ষাখাতে বাজেট র্শীষক আলোচনা সভায় এমনটাই জানান শিক্ষাবিদ ও গবেষকরা।
অনুষ্ঠানে শিক্ষাখাতে বাজেট, শিক্ষানীতি এবং এ খাতের দূর্বলতার কথা তুলে ধরেন পিকেএসএফ এর চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ।
প্রধান অতিথির পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, শিক্ষা খাতে বাজেট বাড়ানোর পাশাপাশি পুনর্বিন্যাসের তাগিদ দেন। দরকার।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে কথা বলেন, ইউরোপিয় ইউনিয়ন, ব্রিটিশ হাইকমিশন, সেভ দা সিলডেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা।