করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে অস্ট্রেলিয়ায় একজন মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে অস্ট্রেলিয়ায় একজন মৃত্যু হয়েছে। সোমবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে। ওমিক্রনে মারা যাওয়া ওই ব্যক্তির বয়স ৮০। তিনি সিডনি হাসপাতালে মারা গেছেন।
বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রন অতিসংক্রামক ধরন। দেশটির সীমান্ত ঢিলেঢালা করার পর এবং কোয়ারেন্টাইন ব্যবস্থা তুলে নেয়ার পর এখন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে।
তবে দেশটিতে করোনা সংক্রমণ বাড়লেও হাসপাতালে ভর্তির হার কম বলে জানিয়েছে তারা।
মহামারি বিশেষজ্ঞ ক্রিস্টিন সেলভি বলেছেন, নিউ সাউথ ওয়েলসে ওমিক্রনে এটি প্রথম মৃত্যুর ঘটনা। যেটি উদ্বেগের কারণ এবং সতর্ক হওয়া জরুরি। ২৪ নভেম্বর প্রথম ওমিক্রণ সনাক্ত হওয়ার পর থেকে একমাসে দ্বিগুণ গতিতে বাড়ছে সংক্রমণ। এর আগে বৃটেনে এক রোগীর মৃত্যু হয়।