করোনা সংক্রমণ রোধে জামালপুর জেনারেল হাসপাতালে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ রোধে জামালপুর জেনারেল হাসপাতালে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দিয়েছেন স্থানীয় এমপি মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোজাফ্ফর হোসেন।
সকালে জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমানের হাতে তিনি এই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে মাস্ক, সাবান ও অক্সিজেন কনসেনট্রেটর। করোনা মহামারীতে সবাই যেন এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পান- সেজন্য তিনি হাসপাতালের উর্ধ্বতন কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এ সময় এমপি সকলকে স্বাস্থ্যবিধি মানারও আহবান জানান। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন।
















