করোনা ভাইরাস মুক্ত হলেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০০:২১ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসে মুক্ত হলেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। আজ সকালে দ্বিতীয়বার তার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে। এ খবর পাওয়া মাত্রই পরিবার নিয়ে ফ্রান্সের উদ্দেশে রওনা দেন এই ফুটবল মহাতারকা।
গত মঙ্গলবার থেকে আইসোলেশনে ছিলেন মেসি। পরে ২ জানুয়ারি টেস্টে তার করোনা ধরা পড়ে। এ কারণে বড়দিন ও নতুন বছরের ছুটি কাটিয়ে নির্ধারিত সময়ে ফ্রান্সে ফিরতে পারেননি তিনি। অবশেষে আজ সকালে তার করোনা রিপোর্ট নেগেটিভ আসা মাত্রই রোজারিও থেকে একটি প্রাইভেট বিমানে পরিবার নিয়ে ফ্রান্সের উদ্দেশে রওয়া দেন মেসি। তবে, করোনা আক্রান্ত হলেও তার শরীরে কোনো উপসর্গ ছিল না। এতদিন তিনি আইসোলেশনে ছিলেন মূলত করোনা নেগেটিভ হওয়ার অপেক্ষায়।