করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সরকারকে ৫ দফা প্রস্তাব দিয়েছে বিএনপি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
- / ১৬১৯ বার পড়া হয়েছে
সারাদেশে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সরকারকে ৫ দফা প্রস্তাব দিয়েছে বিএনপি। সকালে বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায় রোডম্যাপ তৈরিতে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ প্রস্তাব তুলে ধরেন। এসময় করোনা মোকাবেলা সরকারের নানা সমালোচনা করেন বিএনপি নেতারা।
বৃহস্পতিবার সকালে বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায় রোডম্যাপহীন বাংলাদেশ শীর্ষক র্ভাচূয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।
সংবাদ সম্মেলনে করোনা প্রতিরোধে সরকারের প্রতি ৫ দফা প্রস্তাবনা তুলে ধরেন বিএনপি মহাসচিব।
এসময় কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের খাদ্য নিশ্চিত না করে লকডাউন চাপিয়ে দেয়া মানবাধিকার লঙ্ঘণ বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
এছাড়া বাজেটের একটি সামান্য অংশ এ খাতে বরাদ্দ করলেই দরিদ্র জনগোষ্ঠীকে মানবিক সহায়তা দেওয়া সম্ভব হবে বলেও মনে করেন বিএনপি নেতারা।
























