করোনা ঝুঁকিতে থাকা মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
করোনা ঝুঁকিতে থাকা মানুষকে চিহ্নিত করে ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
দুপুরে মেহেরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণটিকা কর্যক্রম পরিদর্শন কালে এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে যারা সব সময় বিদেশ যাবেন এমন মানুষগুলোর অগ্রাধকিরার ভিত্তিতে তালিকা তৈরি করে টিকার আওতায় আনা হবে।
জেলা প্রশাসক ডঃ মুনছুর আলম খাঁন, পুলিশ সুপার রাফিউল আলমসহ স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

















