করোনা উপসর্গ নিয়ে মেহেরপুর, ফেনী ও মৌলভীবাজারে তিনজনের মৃত্যু

- আপডেট সময় : ১১:৫৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
করোনা উপসর্গ নিয়ে মেহেরপুর, ফেনী ও মৌলভীবাজারে তিনজনের মৃত্যু হয়েছে।
মেহেরপুরের গাংনীতে করোনা উপসর্গ নিয়ে জোবাইদা খাতুন নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ১০ টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। সে গাংনী পশু হাসপাতাল পাড়ার মৃত আব্দুল গনীর স্ত্রী।গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিয়াজুল আলম জানান, গত কয়েকদিন আগে জোবাইদা খাতুনের নমুনা সংগ্রহ করতে গেলে নমুনা সংগ্রহ করতে দেয়া হয়নি। যেহেতু করোনা উপসর্গ নিয়ে তার মৃত্যু হয়েছে সেক্ষেত্রে তার নমুনা সংগ্রহ করা হবে।
ফেনীতে করোনা জ্বর শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে কবির আহম্মদ নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১১ টায় জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তিনি সদর উপজেলার ধলিয়া এলাকার বাসিন্দা ও ধলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
এদিকে, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। ৭০ বছর বয়সী আমীরুল ইসলাম গেলো রাত সোয়া ৮টার দিকে তার বাড়িতে মারা যান।