করোনা আক্রান্ত হয়ে দিনাজপুরতিনজনসহ ও মাদারীপুর, সাতক্ষীরা ও সিরাজগঞ্জে ৬ জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
করোনা আক্রান্ত হয়ে দিনাজপুরতিনজনসহ ও মাদারীপুর, সাতক্ষীরা ও সিরাজগঞ্জে ৬ জনের মৃত্যু হয়েছে।
করোনায় আক্রান্ত হয়ে দিনাজপুরের বিরল উপজেলায় দু’জন ও হাকিমপুর উপজেলায় একজন মারা গেছে।এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাড়ালো ২৯ জনে। সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস জানান, বিরল উপজেলার মোঃ সাজু ও মহসীন আলী করোনা আক্রান্ত হয়ে মারা যান ।আর হাকিমপুর উপজেলার খট্রামাধরপুর গ্রামের জসিম উদ্দিন নিজ বাড়িতে মারা যান।
মাদারীপুরের শিবচরে করোনায় আক্রান্ত হয়ে গেলরাতে আরো একজনের মৃত্যু হয়েছে।
করোনা আক্রান্ত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলোশনে চিকিৎসাধীন অবস্থায় এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।
এদিকে, সিরাজগঞ্জে করোনা আক্রান্ত হয়ে একজনের মারা গেছেন।