করোনায় গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২১৮ জনের মৃত্যু

- আপডেট সময় : ০৭:৩০:০৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ হাজার ৬৮৫ জনে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন আরও ৯ হাজার ৩৬৯ জন। ফলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪ জনে।
বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মৃত ২১৮ জনের মধ্যে পুরুষ ১৩৪ ও নারী ৮৪ জন। এদিকে, সরকারি ও বেসরকারি ৬৪৮টি ল্যাবরেটরিতে এদিনে ৩০ হাজার ৯৭৬টি নমুনা সংগ্রহ ও ৩০ হাজার ৯৮০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৭৭ লাখ ৪০ হাজার ৮৯৪টি। পরীক্ষার তুলনায় শনাক্তের হার প্রায় ৩০ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৬৬ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন ১৪ হাজার ১৭ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১০ লাখ ৭৮ হাজার ২১২ জন। ওদিকে করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ৫ আগস্টের পর বিধিনিষেধ আরও ১০ দিন বাড়ানোর সুপারিশ করেছে স্বাস্থ্য বিভাগ।