করাচির একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ ৪ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
- / ১৬২১ বার পড়া হয়েছে
পাকিস্তানের করাচিতে হিজরত কলোনিতে তিনতলা একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ ৪ জন নিহত হয়েছে।
শনিবার সকালে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কমপক্ষে আরও ৮ জন আহত হয়। দুই ঘণ্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। অপ্রশস্ত রাস্তার কারণে দমকল বাহিনীকে ঘটনাস্থলে যেতে বেশ বেগ পেতে হয়। অগ্নিদগ্ধদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, কিভাবে আগুনের সূত্রপাত হয়, তা এখনো জানা যায়নি।